প্রিয়াঙ্কা দে- একদিকে শুক্রবার (২৮ জুন) ভোরের ঝড়-বৃষ্টিতে দিল্লি শহরের একাধিক জায়গায় জল দাঁড়িয়ে যাওয়ার আবার অপরদিকে ভেঙে পড়ল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একটি অংশ। ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। তাঁদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টার্মিনালের ওই অংশে বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। ছাদ ভেঙে পড়ায় সেগুলির ক্ষতি হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, ঘটনাটি ঘটে এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ। সঙ্গে সঙ্গে উদ্ধার ও ত্রাণ সহায়তায় ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলের এক কর্তা বলছেন, “সকাল সাড়ে পাঁচটার দিকে, আমাদের কাছে ফোন আসে যে, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-১-এর ছাদ ধসে গিয়েছে। এরপরই তিনটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।”
সোশ্যাল মিডিয়ায়, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী, রামমোহন নাইডু কিঞ্জারপু জানিয়েছেন, “দিল্লি বিমানবন্দরে ১ নম্বর টার্মিনালের ছাদ ধসে পড়ার ঘটনার উপর আমি ব্যক্তিগতভাবে নজর রাখছি। ফার্স্ট রেসপন্ডাররা ঘটনাস্থলে কাজ করছে। এছাড়াও এয়ারলাইন্সগুলিকে ১ নম্বর টার্মিনালের সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।”
ঘটনাস্থলের বেশ কিছু ছবি ও ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে ধসে যাওয়া ছাদের নীচে বেশ কয়েকটি গাড়ি আটকে আছে। ছাদ ধসে পড়ার কারণ এখনও সরকারিভাবে জানানো হয়নি।