নিউজ ডেস্ক,Lok Sabha Election Results 2024: এনডিএ এবং ইন্ডিয়া জোটের বৈঠকেই যোগ দিতেই আজ দিল্লিতে আসছেন নীতীশ কুমার ও তেজস্বী যাদব। এনডিএ জোটে রয়েছেন নীতীশ কুমার, ইন্ডিয়া জোটের শরিক তেজস্বী যাদব। ঘটনাচক্রে নীতীশ ও তেজস্বী দুইজনেই একই বিমানে আসছেন।
নয়া দিল্লি: একদিকে এনডিএ, আরেকদিকে ইন্ডিয়া জোট। সরকার গড়বে কে, তা নিয়েই দুই জোট বৈঠকে বসছে আজ, বুধবার। দিল্লিতেই হচ্ছে এই বৈঠক। এই বৈঠকে যোগ দিতে একদিকে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ-র শরিক নীতীশ কুমার(Nitish Kumar), অন্যদিকে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)।
ঘটনাচক্রে একই বিমানে দুই নেতা আসছেন। এই খবর ফাঁস হতেই, জল্পনা শুরু হয়েছে যে বিমানেই কি তাহলে খেলা বদলে যাবে?
সেয়ানে সেয়ানে টক্কর হয়েছে এবার লোকসভা নির্বাচনে। ২০১৯ সালে যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি, সেখানেই এবার ২৫০ পার করতে পারেনি বিজেপি। ২৪০-এ থেমে গিয়েছে বিজেপির বিজয়রথ। এনডিএ মোট পেয়েছে ২৯২।
সংখ্য়াগরিষ্ঠতা পেলেও, সরকার গড়া নিয়ে সংশয় তৈরি হয়েছে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে নিয়ে। তাঁরা যদি জোট বদলান, তবে সরকার গড়ে ফেলতে পারে ইন্ডিয়া জোটও।
এনডিএ এবং ইন্ডিয়া জোটের বৈঠকেই যোগ দিতেই আজ দিল্লিতে আসছেন নীতীশ কুমার ও তেজস্বী যাদব। এনডিএ জোটে রয়েছেন নীতীশ কুমার, ইন্ডিয়া জোটের শরিক তেজস্বী যাদব। ঘটনাচক্রে নীতীশ ও তেজস্বী দুইজনেই একই বিমানে আসছেন।
এরপরই রাজনৈতিক মহলে চর্চা, এই বিমানেই ঘটতে পারে অনেক কিছু। নীতীশ কুমারকে বুঝিয়ে ইন্ডিয়া জোটে নিয়ে আসতে পারেন তেজস্বী।
ইন্ডিয়া জোট তৈরির সময়ে ছিলেন নীতীশ কুমার। জোটের সূত্র বেঁধেছিলেন তিনি। কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক আগেই জোট ভেঙে বেরিয়ে যান নীতীশ। ফের যোগ দেন এনডিএ জোটে। এবার ভোটের ফল প্রকাশের পর নীতীশ কোন শিবিরে থাকবেন, তা নিয়ে জল্পনা।