তৃণমূল নেতার এমন দাবি ঘিরে হইচই পড়ে গিয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে। ভোটগণনার আগে মালদা জেলার তৃণমূল নেতার এমন চাঞ্চল্যকর দাবিতে সরগরম জেলার রাজনৈতিক মহল। শাসক দলের নেতার এমন মন্তব্যের পর পাল্টা মুখ খুলেছেন কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সম্পাদক রুপেশ আগরওয়ালের দাবি, ৪ জুনের পর তৃণমূলের মধ্যে একটি ‘ভূমিকম্প’ হবে। তিনি বলেন, "সেই ভূমিকম্পে তৃণমূল দল ভেঙে ছাড়খার হয়ে যাবে। তৃণমূল দলের কে কাজ করেছেন, কে কাজ করেননি, সেই তালিকা তাদের কাছে থাকতেই পারে। সেটা তাদের দলের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু ভোটগণনার পর তৃণমূলে ভূমিকম্প হবেই।"
অপরদিকে উত্তর মালদার কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমেরও আবার দাবি, প্রকাশ্যে সমর্থন না করলেও গোপনে অনেকেই বাম-কংগ্রেসকে সমর্থন করেছেন। তাঁর বক্তব্য, “প্রচুর মানুষ আছেন যাঁরা বাম-কংগ্রেসের ঝান্ডা ধরতে ভয় পান। এমন প্রচুর মানুষ নীরবে বিপ্লব ঘটিয়েছেন।”