নিউজ ডেস্ক - এক বছর আগে ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে দিচ্ছে। ঠিক যেমন ওই ঘটনার পর দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের খোঁজ নিতে হাওড়া স্টেশনে এসেছিলেন পরিজনরা, তেমনই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের খোঁজ নিতে আসছেন তাঁদের পরিজনরা হাওড়া স্টেশনে। ইতিমধ্যেই সেখানে খোলা হয়েছে হেল্প ডেস্ক।
সূত্রের খবর, হাওড়া স্টেশন ও শিয়ালদহ স্টেশনে জরুরি ভিত্তিতে দু’টি মোবাইল নম্বর চালু করা হয়েছে। এছাড়া একটি বিশেষ ট্রেন যাচ্ছে উদ্ধারকার্যের জন্য। থাকবেন রেলের বিভিন্ন উচ্চ-পদস্থ কর্তা। তার প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি এও জানা যাচ্ছে, এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল করা হয়নি। প্রচুর ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে।
Tags
WEST BENGAL