নিউজ ডেস্ক: অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । সেই মতই এবার ফ্লাটের বেআইনি নির্মাণ ভাঙ্গার কাজ শুরু হয় বৃহস্পতিবার। এই ভাঙার জেরে বিপাকে পড়েছেন আবাসিকরা। অনেকেই এই ফ্ল্যাট গুলিতে মিউটেশন করে ট্যাক্স দিয়ে বসবাস করছিলেন। বর্তমানে তারা জানতে পারছেন ফ্ল্যাটের কিছু অংশ নির্মাণ অবৈধ।
উত্তরপাড়া পুরসভার ৭ ও ১৭ নম্বর ওয়ার্ডের দুটি ফ্ল্যাটের অবৈধ অংশ ভাঙার কাজ শুরু হয় বৃহস্পতিবার। আবাসিকরা জানান ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছিলেন পুরসভা থেকে সমস্ত রকম মিউটেশন এর কাজও করে দিয়েছিল। রীতিমতো ট্যাক্স দিয়েই ফ্লাটে বসবাস করছিলেন তারা। অথচ এই অবৈধ নির্মাণের ব্যাপারে তারা কিছুই জানতেন না জানলে এরকম ফ্ল্যাট কিনতেন না বলেই জানাচ্ছেন আবাসিক রা।
এ প্রসঙ্গে এক আবাসিক বলেন, “বাচ্চা, বয়স্ক মানুষদের নিয়ে ফ্ল্যাটে থাকছি। হঠাৎ করে এসে যদি এরকম বলা হয় আমরা কোথায় যাব। ট্যাক্স মিউটেশন হয়েছে, লোন করা প্রপার্টি। কী করে এটা অবৈধ হয়, আর রাতারাতি কী করে ভাঙা হয় জানি না। পুরসভা তো অনুমতি দিয়েছিল। আজ পুলিশ এসে বলছে এটা বেআইনি প্রপার্টি, ভাঙতে হবে। আর এভাবে হঠাৎ করে কিছু হয় না।”
উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের বক্তব্য, “কোর্ট নির্দেশ দিলে আমাদের তা মানতেই হয়। সেই নির্দেশ মানতে গিয়েই আজ উত্তরপাড়া ও ভদ্রকালীতে ১৭ ও ৭ নম্বর ওয়ার্ড দু’টি বেআইনি অংশ ভাঙতে হয়।”
প্রসঙ্গত,একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা, রায় দিয়েছিলেন ২৭শে জুনের মধ্যে ওই দুটি ফ্ল্যাটের সমস্ত রকম অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে। সেই মতোই ভাঙা হয় নির্মাণ।
আবাসিকরা বলছেন পুরসভা থেকে মিউটেশনের সমস্ত রকম কাগজপত্র করে দেওয়া হয় সেক্ষেত্রে যদি নির্মাণ অবৈধ হয় তাহলে পুরসভা কিভাবে মিউটেশনের কাজ করলো? উঠছে প্রশ্ন।