প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে এনডিএ-র সংসদীয় দল এবং নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী স্বয়ং

নিউজ ডেস্ক - ২০১৪ ও ২০১৯-এ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২০২৪-এ মেলেনি। ফলে সরকার গড়তে বিজেপির এখন শরিক দলগুলিই ভরসা। সব ঠিকঠাক থাকলে ফের নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন করবে এনডিএ। তবে এবারের লোকসভা নির্বাচনের ফলাফলের প্রভাব যাতে কোনভাবে কোনও শরিক দলের উপর না পড়ে, জোট ঠিক রাখা যায়, সেটাই এখন লক্ষ্য। তাই প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের আগেই এনডিএ-র সংসদীয় দল এবং নেতৃত্বের বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদী।

আগামী ৮ জুন, শনিবার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। তার আগের দিন অর্থাৎ ৭ জুন, শুক্রবার এনডিএ-র সংসদীয় দল এবং নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী স্বয়ং। সরকার পরিচালনায় এনডিএ জোট সুসংহত রাখাই এখন লক্ষ্য।

বিজেপি সূত্রে খবরে জানা যাচ্ছে যে, নতুন সরকার গঠন নিয়েই আগামী ৭ জুন জোট শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী। পুরানো সংসদ ভবনের (সংবিধান সভা) সেন্ট্রাল হলে হবে বৈঠক। এনডিএ-র সব মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে । থাকবেন NDA শরিক সংসদীয় দলের নেতারাও। এই বৈঠকের জন্য প্রত্যেক শরিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতৃত্ব রাজনাথ সিং।

দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী পদে বুধবারই ইস্তফা দিয়েছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে ইস্তফাপত্র দিয়ে এসেছেন তিনি। তবে এনডিএ-র তৃতীয় দফার সরকারেও নরেন্দ্র মোদীই যে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন, তা একপ্রকার নিশ্চিত। পুরানো সংসদ ভবনে ৭ জুনের বৈঠকেই এনডিএ-র শরিকেরা নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করবেন বলে জানা গিয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন