নিজস্ব সংবাদদাতা; হুগলি: ৪৭ বছর পর মোক্ষ যোগে জগন্নাথ দেবের স্নানযাত্রা বিধি মেনে পালিত হল শ্রীরামপুর মাহেশে।
৬২৮ বছরের পুরোনো শ্রীরামপুর মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রা। আর রথযাত্রার ঠিক ১৫ দিন আগে জৈষ্ঠ্য মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা।
শ্রীরামপুর মাহেশে এদিন সকাল সারে পাঁচটায় জগন্নাথ দেবকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নান মঞ্চে স্থাপন করা হয়। সকাল ৬.২০ মিনিটে নিয়ম মেনে ২৮ ঘড়া গঙ্গা জল, এবং দেড়মণ দুধ দিয়ে স্নান করানো হয়। শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে অগণিত ভক্ত সমাগম দেখা যায় মাহেশের স্নান পিঁড়ি মাঠে।
রীতি মতে,স্নানমঞ্চে ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড় মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে। মনে করা হয়,ওই পরিমাণ দুধ-গঙ্গাজলে স্নান করে তিন দেবতার জ্বর আসে। মন্দির বন্ধ রেখে সেবা-শুশ্রূষার পর কবিরাজের পাঁচন খেয়ে তাঁরা সুস্থ হন। এই কয়েকদিন মন্দিরের দরজা ভক্ত দের জন্য বন্ধ রাখা হয়।
স্নান যাত্রা থেকে ঠিক ১৫ দিনের মাথায় অনুষ্ঠিত হয় রথযাত্রা। রীতি মেনে জগন্নাথ দেবকে রথে চড়িয়ে তার মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়।
অন্যান্য বছর স্নানের পরেই তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এ বার দিনভর তিন বিগ্রহকে স্নানমঞ্চেই রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ । কারণ এবার স্নানযাত্রার ‘মোক্ষ যোগ’ রয়েছে। সেই কারণেই জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে দিনভর স্নানমঞ্চেই রাখা হবে ভক্তদের দর্শনের জন্য। দিনভর পুজো, ভোগ নিবেদন সেখানেই হবে।