শিয়ালদহ শাখায় কি ফের ভুগতে হবে নিত্যযাত্রীদের? বড় আপডেট দিল রেল

নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই প্লাটফর্ম সংস্কারের জন্য একগুচ্ছ ট্রেন বাতিল হওয়ার জেরে চরম দুর্ভোগের শিকার হয়েছিলেন শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীরা। কর্মক্ষেত্রে যাওয়ার সময় নাজেহাল হতে হয়েছিল সাধারণ মানুষকে। প্ল্যাটফর্ম সংস্কার হওয়ার কারণে একাধিক ট্রেন বাতিল সহ বহু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছিল যার জেরে ভুগতে হয়েছিল নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীদেরও। আর তার কয়েকদিন পরেই ফের আরো একবার ট্রেন বাতিল করার সিদ্ধান্তের কথা রেলের তরফে জানানো হয়। তবে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।


শিয়ালদহ শাখার  দমদম জংশন-বারাসাত রূটে মধ্যমগ্রাম এবং বিরাটির মধ্যে ২৯ তারিখ রাত থেকে পাওয়ার ব্লক রাখার কথা জানানো হয়েছিল। যার জেরে আপ এবং ডাউনে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে রেলের তরফে জানানো হয় আপাতত কোন ট্রেন বাতিল করা হচ্ছে না। 


তবে শিয়ালদা ডিভিশনে ট্রেন বাতিল না হলেও ২৯ তারিখ অর্থাৎ শনিবার থেকে আগামী ৬ জুলাই পর্যন্ত খড়গপুর শাখায় বাতিল থাকছে প্রায় ২০২টি  লোকাল ট্রেন। ঘুর পথে চলবে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনও। হাওড়ার আন্দুলে কাজ চলার কারণে এই ট্রেন বাতিল বলে জানিয়েছে রেল । ইতিমধ্যেই বিবৃতি দিয়ে বাতিল ট্রেনের তালিকা ঘোষণা করেছে রেল।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন