নিউজ ডেস্ক - সুন্দরবন এলাকায় ভয়ানক দুর্ঘটনা ।গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় জলের হোস্ট পাইপ ফেটে ডুবে গেল একটি ট্রলার। অপরদিকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আরও একটি ট্রলার সহ ১৩ জন মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীরা সকলেই সুন্দরবন এলাকার বাসিন্দা বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে।
কিন্তু কাছাকাছি মাছ ধরতে থাকা মৎস্যজীবীদের অন্যান্য ট্রলার এগিয়ে এসে ডুবে যাওয়া ট্রলারের ১৮জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। মৎস্যজীবীরা সুস্থ রয়েছে বলে জানা যাচ্ছে।মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে।
আবার ১৩ জন মৎস্যজীবী সহ নিখোঁজ থাকা ট্রলারটির নাম মাতৃ আসিয়া। গত ১৫ তারিখ রায়দিঘি ঘাট থেকে ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। গত সোমবার থেকে মৎস্যজীবী সহ ট্রলারের খোঁজ না মেলায় মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে জেলা মৎস্য দফতর ও প্রশাসনকে জানানো হয়েছে। খবর পেয়ে সমুদ্রে ট্রলার সহ মৎস্যজীবীদের খোঁজ চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী।