বেলঘড়িয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি , কি অবস্থা এখন ওই ব্যবসায়ী ?

 


নিউজ ডেস্ক
- কলকাতা, বসিরহাট, মালদহের পর এবার বেলঘড়িয়ায় চলল গুলি। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুর্ষ্কতীদের। বিলাসবহুল গাড়িতে ছিলেন ওই ব্যবসায়ী। সেটি লক্ষ্য করেই ৮ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। বেলঘড়িয়া রথতলা মোড়ের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। গুলি চালিয়েই এলাকা ছেড়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলঘড়িয়া থানার পুলিশ। অজয় মণ্ডল নামে ওই ব্যবসায়ী বলছেন, গুলি চালাতেই আমি ভয়ে পালিয়ে আসি। খুবই আতঙ্কে আছি এখন। 

ঘটনায় প্রাথমিকভাবে পুলিশ দু’জনের নাম পেয়েছে বলে জানা যাচ্ছে। তাঁরা আশপাশের এলাকারই বলে খবর। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। খোঁজ চলছে। এদিকে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে থানা। তাই স্বভাবতই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। 

এইদিকে একদিন আগে অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় বসিরহাটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। যা নিয়ে চাপানউতোর চলছেই। পাশাপাশি খাস কলকাতাতে আবার এদিন চলেছে গুলি। পার্ক স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিটের সংলগ্ন এলাকার ঘটনা। গুলিবিদ্ধ হয়েছেন একজন। চিকিৎসাধীন এসএসকএম হাসপাতালে। অন্যদিকে মালদহের সাহাপুর রশিলাদহ এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন