৬ মাসে ৪ কোটি টাকা সাইবার প্রতারনা! নতুন বিপদ ফেসবুকে ! শেয়ারমার্কেটে ইনভেস্টের নামে প্রতারনা, নাগরিকদের সচেতনতায় প্রচার চন্দননগর পুলিশের

কি ভাবে প্রতরণা,তা থেকে বাঁচতে কি করনীয় ভিডিওর মাধ্যমে প্রচার



চন্দননগর,নিজস্ব সংবাদদাতা: ওটিপি জেনে অনলাইন প্রতারনা,ভিডিও কলে সেক্সটরশন,আধার এনাবেল পেমেন্টের মাধ্যমে প্রতরণা তো ছিলোই এবার ফেসবুকে শেয়ারমার্কেট ইনভেস্ট করেন যারা তাদের শিকার বানাচ্ছে প্রতারকরা।গত ছয় মাসে চন্দননগর পুলিশের সাইবার থানা ও অন্যান্য থানায় প্রায় ছয় কোটি টাকার এধরনের অপারধের অভিযোগ জমা পরেছে।চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান,মানুষকে প্রলোভন দেখিয়ে প্রতারকরা কোম্পানীতে ইনভেস্ট করতে বলছে।যারা অবসর নিয়েছেন তাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করানোর নামে এ ধরনের প্রতারণা করা হচ্ছে।এসএমএস এর মাধ্যমে লিংক পাঠিয়ে কি করছে ইনভেস্ট করাচ্ছে এবং মানুষজন সেই টাকা ফেরত পাচ্ছে না।বয়স্ক মানুষ যারা শিক্ষিত লোক তারাও টার্গেট হচ্ছেন।তাই এই প্রতারনা থেকে সাবধান থাকতে হবে।মানুষের অনেক টাকা ক্ষতি হচ্ছে এই ধরনের প্রতারণায়।চন্দননগর পুলিশের পক্ষ থেকে চুঁচুড়া রবীন্দ্রভবনে আগামী ২৫ শে জুন সাইবার প্রতারণা বিষয়ে একটি সচেতনতা শিবির করা হবে চন্দননগর পুলিশের পক্ষ থেকে।



আজ চন্দননগর পুলিশের হেডকোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে ক্রাইম কনফারেন্স হয়।কমিশনারেটের সাতটি থানা ও দুটি মহিলা থানার অফিসাররা উপস্থিত ছিলেন।পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ছাড়াও ছিলেন ডিসি হেডকোয়ার্টার ইশারী পাল,ডিসি চন্দনগর অলকানন্দ ভাওয়াল,ডিসিসি শ্রীরামপুর অর্ণব গাঙ্গুলী সহ এসিপি।



মহিলা পুলিশ কর্মিদের সুবিধায় চন্দননগর পুলিশের সাতটি থানা ও দুটি মহিলা থানা এবং পুলিশ হেডকোয়ার্টারে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হয়।পুলিশ পরিবারের ছেলে মেয়েদের জন্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির বই এর লাইব্রেরী করা হয় পুলিশ লাইনে।এছাড়াও পুলিশ কর্মিদের জন্য আধুনিক জিমের উদ্বোধন করেন পুলিশ কমিশনার।কমিশনার বলেন,ভদ্রেশ্বরে দুঃস্থ ছেলেমেয়েদের জন্য একটি লাইব্রেরী করা হয়েছে।পুলিশ লাইনেও একটি করা হল।মহিলা পুলিশ কর্মিদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হল।পাঁচ টাকা দিয়ে পুলিশ কর্মিরা সংগ্রহ করতে পারবেন।একটি জিম ছিল পুরোনো সেটিকে আধুনিক করা হয়।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন