নিউজ ডেস্ক - টানা ১০ দিন একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার কথা ঘোষণা করল রেল। ফলে যাত্রী ভোগান্তি যে চরমে উঠবে তা স্পষ্ট বজা যাচ্ছে। ২৯ জুন অর্থাৎ আগামী শনিবার থেকে টানা ১০ দিনে ৩০০টির বেশি লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে খড়্গপুর ডিভিশন থেকে এমনটাই জানিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর ডিভিশন।
দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) মধ্যেই পড়ে হাওড়ার আন্দুল স্টেশন সেখানে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে ১০ দিন ধরে। আর সেই কারণেই মেদিনীপুর-হাওড়া-মেদিনীপুর-সহ ২৩৭টি লোকাল ট্রেন ও ৬৪ টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে।
ট্রেন বাতিল করা ছাড়াও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের। কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বা ঘোরানো হয়েছে। ফলে মাসের শেষে চরম ভোগান্তিতে পড়তে হবে মেদিনীপুর-হাওড়া লাইন-সহ খড়গপুর ডিভিশনের যাত্রীরা।