এক্সিট পোল যা বলেছিল,তার ঠিক উল্টো কথা লোকসভা নির্বাচনের ফলাফল বলছে আরেক কথা। পদে পদে ঘুরে যাচ্ছে ভোটের খেলা। এনডিএ-কে কড়া টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট। এনডিএ যেখানে ২৯৬ আসনে এগিয়ে, সেখানেই ২২৮ আসনে এগিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া। ভোটে মাইলেজ পেতেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দিকে হাত বাড়িয়ে দিয়েছে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, নীতীশ কুমারকে নাকি ফোন করেছেন শরদ পওয়ার। অন্যদিকে, বিহারের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরি।
এনডিএ জোটেই থাকবেন নাকি ইন্ডিয়া জোটে আবার ফিরবেন, তা নিয়ে যখন টানাপোড়েন চলছে, সেখানেই জেডিইউ বিধান পরিষদের সদস্য ডঃ খালিদ আনোয়ার বলেন, “নীতীশ কুমারের চেয়ে ভাল প্রধানমন্ত্রী কে হতে পারে?”
তিনি বলেন, “নীতীশ কুমার একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি সমাজ এবং দেশকে বোঝেন। তিনি সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সম্মান করেন। আমরা এখন এনডিএ জোটের অংশ, কিন্তু অতীতে এবং আজও মানুষ চায়, নীতীশ কুমার প্রধানমন্ত্রী হোক। আজকের ফলাফলের পর মানুষের প্রত্যাশা আরও বেড়েছে।”
এনডিএ জোটে প্রধানমন্ত্রীর মুখ নরেন্দ্র মোদী। অপর দিকে, ইন্ডিয়া জোটে কিন্তু প্রধানমন্ত্রীর মুখ কে, তা নিয়ে কোনও স্বচ্ছতা নেই। তাই ইন্ডিয়া জোটে ফিরলে, নীতীশ কুমার প্রধানমন্ত্রী হবেন কি না, তার দিকে বিশেষ নজর রয়েছে। সূত্রের খবর, নীতীশ কুমারের নাম উপ-প্রধানমন্ত্রী হিসাবে সুপারিশ করা হতে পারে।