আগামীকাল ভোট কর্মীদের সুবিধার্থে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে চলবে স্পেশ্যাল লোকাল ট্রেন

নিউজ ডেস্ক - আড়াই মাস ধরে চলতে থাকা সাত দফার ভোট পর্ব শেষ হতে না হতেই এবার পালা গণনার। নজর গোটা দেশের। কিন্তু, যাঁরা সেই গণনা করবেন সেই সমস্ত ভোটকর্মীদের ভিড় ঠেলে সঠিক সময়ে কাউন্টিং সেন্টারে পৌঁছানোও কিন্তু একটা বড়সড় চ্যালেঞ্জ। এবার তাঁদের সুবিধার্ধে বড় ঘোষণা করছে রেল। ভোট ঘোষণার দিন অর্থাৎ মঙ্গলবার ভোরে অতরিক্ত লোকাল চলবে শিয়ালদহ দক্ষিণ শাখায়। ইতিমধ্যেই সে কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে রেল। 

বিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখা হয়েছে, গণনার দিন ভোট কর্মীদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তাতে আরও লেখা, দক্ষিণ ২৪ পরগনা জেলার ইলেকশন অফিসার ও জেলা শাসকের অনুরোধে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালের ভিড়ের চাপে যাতে ভোট কর্মীদের গণনা কেন্দ্রে পৌঁছাতে কোনও অসুবিধা না হয় সে কারণেই এই সিদ্ধান্ত পূর্ব রেলের। 

৪ তারিখ ভোর ৪টে ৫০ মিনিটে শিয়ালদহ দক্ষিণ শাখায় শিয়ালদহ থেকে ক্যানিং পর্যন্ত চলবে এই স্পেশ্যাল লোকাল ট্রেন। ক্যানিং পৌঁছাবে সকাল ৬টা ৩০ মিনিটে। একইসঙ্গে যাত্রাপথে যে সব স্টেশনেই ট্রেনটি দাঁড়াবে তাও স্পষ্টভাবে বলা হয়েছে রেলের তরফে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন