জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে অটিজম শিশু শনাক্তকরণ শিবির হুগলিতে

নিজস্ব সংবাদদাতা , হুগলি;  হুগলি জেলায় শুরু হল অটিজম শনাক্তকরণ শিবির। প্রতি বৃহস্পতিবার করে আয়োজিত হবে এই শিবির। আজ আরামবাগ মেডিকেল কলেজ ও চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে শিবির করে স্বাস্থ্য দফতর।


 যেসব শিশুর মানসিক স্বাস্থ্য বিকাশের প্রতিবন্ধকতা রয়েছে তাদের এই শিবিরে নিয়ে এসে পরীক্ষা নিরিক্ষা করা হবে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার ব্যবস্থাও করা হবে।


হুগলি জেলা স্বাস্থ্য দফতরের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা দেবযানী বসু মল্লিক জানান , অটিজম এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা।সবাই হয়ত হাসপাতালে যেতে পারে না। তাদের এই শিবিরে নিয়ে এসে স্ক্রিনিং করা হবে। যদি দেখা যায় অটিজম আছে তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। যেহেতু এটা মানসিক প্রতিবন্ধকতা তাই তাদের জন্য প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার ব্যবস্থাও করা হবে। যারা অঙ্গনওয়াড়ি স্কুলে যায় সেই সব বাচ্চাদের ক্ষেত্রে, নিচু তলায় যারা স্বাস্থ্য কর্মী কাজ করেন তারা যদি দেখে বোঝেন যে তাদের অটিজম আছে তাহলে এই শিবিরে নিয়ে আসবেন।তাদের পরীক্ষা-নিরীক্ষার পর যদি বোঝা যায় যে অটিজম আছে তাহলে তাদের কাউন্সিলিং করা তাদের পরিবারের লোককে কাউন্সিলিং করা চলবে।একটা বই দেওয়া হবে ফলোআপ যখন হবে সেগুলো লেখা থাকবে।একেকদিন শিবিরে কুড়িটি বাচ্চার নাম রেজিস্ট্রেশন করা হবে।





Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন