নিউজ ডেস্ক - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ বারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের ম্যাচের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন আফগান ক্যাপ্টেন গুলবদিন নায়েব। তাঁর নেওয়া ৪ উইকেট অস্ট্রেলিয়া ম্যাচে অনেক তফাত গড়ে দিয়েছিল। এ বারের টি-২০ বিশ্বকাপে আফগানরা অস্ট্রেলিয়াকে হারিয়েছে। যার ফলে বাংলাদেশ এখনও বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে সমান ভাবে রয়েছে। আফগানদের এই জয়ের জন্য ভারতীয় শিবিরে চাপের সৃষ্টি হয়েছে। অবশ্য নেট রান রেটে ভারত এগিয়ে রয়েছে।
চলতি বছরের বিশ্বকাপ, প্রচুর চাপ তৈরি করেছে প্রতিটা টিমের জন্য। কারণ, এখনও পর্যন্ত এ বারের টি-২০ বিশ্বকাপে কোনও টিম সেমিফাইনালের উঠতে পারেনি । দুই গ্রুপের ৮টি টিমের ২টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। সুপার এইটে রয়েছে বাকি আর ৪টি ম্যাচ। এই পরিস্থিতিতে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারানোর পর সেমিফাইনালে গ্রুপ-১ এর অঙ্কে কিছুটা বদল হয়েছে। এই গ্রুপ থেকে এখন সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি ভারতের ৯৬.৬%। এরপর এই গ্রুপ থেকে সেমিতে ওঠার দ্বিতীয় সম্ভাবনা অস্ট্রেলিয়ার ৫৭.৩%। আর আফগানিস্তান ও বাংলাদেশের এখনও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে যথাক্রমে ৩৭.৫% ও ৮.৬%।
ভারতের কাছে ৫০ রানের বিরাট ব্যবধানে বাংলাদেশ হারার পর চাপে ছিল টাইগার্সরা। এ বার আফগানরা অস্ট্রেলিয়াকে হারাতে কিছুক্ষণের জন্য সেমিফাইনালের দৌড়ে টিকে রইল বাংলাদেশ। ভারত-বাংলাদেশ ম্যাচের পর ভারত যে সেমিফাইনালে উঠে গিয়েছিল তা মনে করা হলেও অফিসিয়ালি কিছু বলা যাচ্ছিল না।
অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ভারতের হাতে, এমনটাও বলা যেতেই পারে। কারণ সুপার এইটে ২ ম্যাচের ২টিতে জিতে গ্রুপ-১ এর শীর্ষে ভারত। পয়েন্ট ৪। আর নেট রানরেট +২.৪২৫। আগামিকাল রয়েছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। এই ম্যাচে ভারত যদি বিরাট ব্যবধানে হেরে যায় তাহলে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যেতে পারে ভারতের। আর যদি ভারত অস্ট্রেলিয়াকে হারায় তা হলে সেমিফাইনালে উঠে যাবে। অন্য ম্যাচে আফগানিস্তান যদি বাংলাদেশকে হারাতে পারে এবং অস্ট্রেলিয়া ভারতের কাছে হারে তা হলে রশিদ খানরা উঠে যাবেন সেমিফাইনালে। আর অস্ট্রেলিয়ার দরকার ভারতকে হারানো। এবং বাংলাদেশকে হারাতে হবে আফগানিস্তানকে। আবার বাংলাদেশ যদি আফগানিস্তানকে বড় ব্যবধানে হারায় তা হলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে ভারত।