কুয়েত অগ্নিকাণ্ডে কেরলবাসীর মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪! সাতজন গুরুতর আহত; কুয়েত পৌঁছেছেন রাজ্যের রাজ্যপাল কীর্তি বর্ধন সিং

নিউজ ডেস্ক: কুয়েতের আহমাদি গভর্নরেটের মাঙ্গাফের একটি সাত তলা ভবনে একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় ৪০ জন ভারতীয় সহ ৪৯জন বিদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ৫০ জন আহত হয়েছে৷ রান্নাঘরে শুরু হওয়া অগ্নিকাণ্ডটি ১২জুন ভোর ৪টের  দিকে ছড়িয়ে পড়ে যখন ১৯৫ জন অভিবাসী শ্রমিকের মধ্যে বেশিরভাগই ঘুমিয়ে ছিলেন। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দমকল বিভাগের কর্মকর্তাদের মতে, আগুনের কারণে ঘন কালো ধোঁয়া তৈরি হয়েছিল, যার ফলে অনেক ভুক্তভোগীর দম বন্ধ হয়ে যায়।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ তাৎক্ষণিকভাবে কুয়েত যাবেন যাতে বিশাল অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। আজ সকালে অনুষ্ঠিত একটি বিশেষ মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন সরকার মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ এবং কুয়াতির শহর মাঙ্গাফের ১২জুন দুর্ঘটনায় আহতদের জন্য ১ লক্ষের অনুগ্রহ ঘোষণা করেছে। 

সূত্রের খবর অনুযায়ী, ১২ জুন রাতে মালাপ্পুরম জেলার দু'জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তাদের শনাক্ত করা হয়েছে পুলামন্থোল থেকে এমপি বহুলিয়ান (৩৬) এবং তিরুরের কুট্টাই থেকে নূহ। আগুন শুরু হওয়ার পর থেকে তারা দুজনই নিখোঁজ ছিল এবং অবশেষে তাদের আত্মীয়রা দেহ শনাক্ত করতে সক্ষম হয়। কেরালা মুসলিম কালচারাল কমিটির কুয়েত ইউনিটের সভাপতি সৈয়দ নাসার আল মাশূর থাঙ্গাল বলেছেন, ১৪ জুনের মধ্যে তাদের মরদেহ দেশে আনার চেষ্টা করা হবে।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন