ভরদুপুরে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল হাওড়া, একাধিক শ্রমিক আহত

নিউজ ডেস্ক: ভরদুপুরে প্রচন্ড বিস্ফোরণ মার্কেট সংলগ্ন লোহার কারখানায়।  বিস্ফোরণের জেরে কেঁপে উঠলো গোটা মার্কেট চত্বর। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড় থানার অন্তর্গত চিকিৎসক এস কে চ্যাটার্জি স্ট্রিট বজরংবালি ভিক্টরিয়া মার্কেটে।




মঙ্গলবার ঠিক দুপুর আড়াইটে নাগাদ তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে এশিয়ার সর্ববৃহৎ লোহার মার্কেট বজরংবলি। জানা যায় একটি লোহার কারখানা ও গোডাউনে সিলিন্ডার ফেটেই এই বিপত্তি। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক।কর্মরত প্রায় চারজন শ্রমিক গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শ্রমিকরা। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারাই সেই জখম শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলুড় থানার পুলিশ ও দমকল কর্মীরা। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন,হাওড়া কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর সদস্য রেয়াজ আহমেদ। নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষের উদাসীনতার উদ্বেগ প্রকাশ করেন তিনি। এক স্থানীয় বাসিন্দা জানান, এই ঘটনা ঘটার সময়ে কারখানার  কর্তৃপক্ষ জখম শ্রমিকদের উদ্ধার করার বদলে অফিসে তালা লাগিয়ে চম্পট দেয়। বেশকিছু সময় ক্ষত বিক্ষত অবস্থাতেই  মাটিতে পড়ে ছিলেন জখম শ্রমিকরা । স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাওড়া সিটি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে  দেখা হবে। তদন্তের স্বার্থে ওই কারখানা এখন  সিল করে দেওয়া হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে কোনোরকম  প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন