নিউজ ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান! আর কয়েক ঘন্টার মধ্যেই বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। যার জেরে দক্ষিণবঙ্গে শুরু হতে পারে প্রাক বর্ষার বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হতে পারে বৃষ্টি। পরিমাণ খুব বেশি না হলেও এই বৃষ্টি ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী কে কিছুটা স্বস্তি দেবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার মূলত সারাদিন মেঘলা আকাশ। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি সঙ্গে প্রবল বজ্রপাতের সম্ভাবনা থাকছে।
উল্লেখ্য , গত ৩১ মে থেকে উত্তরবঙ্গেই আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আজ, বৃহস্পতিবার বিকেল থেকে ইসলামপুর থেকে ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে এগোবে মৌসুমী বায়ু, উপগ্রহ চিত্র থেকে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। অর্থাৎ আগামীকাল, শুক্রবার ও পরশু, শনিবারের মধ্যেই বর্ষামঙ্গল দক্ষিণবঙ্গে।
আজ সকাল থেকেই মেঘলা আকাশ সেই সঙ্গে তীব্র গরম। অস্বস্তি জনিত আবহাওয়ায় সকাল থেকেই নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তবে স্বস্তির খবর বৃহস্পতিবার বিকেল থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। তবে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও এখনও কোনো ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।সপ্তাহান্তে বা আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত ২৩ জুনের পর বৃষ্টি বাড়তে পারে।