নিউজ ডেস্ক : বেশ কয়েকদিন আগেই অনলাইনে অর্ডার করা আইসক্রিমের কামড় দিতেই বেরিয়েছিল কাঁটা আঙুল। সেই ঘটনাটিকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছিল নেট পাড়ায়। ফের ঘটে গেল আইসক্রিম নিয়ে আরো একটি ঘটনা। তবে এবারে কাঁটা আঙুল নয়। আইসক্রিম থেকে বের হল তেতুল বিছে। মূলত মুম্বাইয়ের পর নয়ডার এক মহিলা অনলাইনে আইসক্রিম অর্ডার করে স্বাভাবিকভাবে ফ্যামিলি প্যাক অর্ডার করেছিলেন। বাক্স খুলতেই চক্ষু একেবারে চরক গাছ। আইসক্রিমের মধ্যে জমে আছে বিছের বাচ্চা। মহিলাটি সেই দৃশ্যটি ক্যাপচার করে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়া শেয়ার করে। মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায় ভিডিওতে স্পষ্ট দেখা যায় আইসক্রিম প্যাকের ভিতরে কেন্ন জমে আছে। ঘটনাটি প্রকাশ্যে ছড়ানোর সাথে সাথেই আমুলের ম্যানেজার তার সাথে যোগাযোগ করবে বলে জানিয়েছেন। অন্যদিকে ওই মহিলাটি এটি অস্বীকার করেছেন এবং বলেছেন যে আ্মুল তার সঙ্গে কোন যোগাযোগ করেনি। তিনিও জানিয়েছেন তার কোম্পানির বিরুদ্ধে যথাযথ কড়া আইনি পদক্ষেপ নেবেন।
কাটা আঙুলের পর এবার বিছের বাচ্চা কিলবিল করছে! অনলাইন অর্ডার করা আইসক্রিম নিয়ে শরগোল নেটপাড়ায়
byMonisha Roy
-
0