নিউজ ডেস্ক - এক মোটর সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠল। পিছমোড়া করে বেঁধে রাস্তায় হাঁটানোর পর পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের রাজকুমার খামরুইয়ের।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, স্থানীয় এক বাসিন্দারাই মোটরবাইক কিছুদিন আগে চুরি গিয়েছে। এই নিয়ে চন্দ্রকোণা থানায় পুলিশে অভিযোগ দায়ের করেন রাজকুমার। অবশেষে, সোমবার সকাল নাগাদ এলাকার মানুষজন ওই মোটর সাইকেল চোরকে হাতেনাতে ধরে ফেলেন। ধৃত যুবকের নাম দুলাল জমাদার গড়বেতা রসকুণ্ডু এলাকার বাসিন্দা। কিন্তু এলাকার মানুষের অভিযোগ যে চোরকে তারা পুলিশের হাতে তুলে দিতে গেলে, সেই চোরকে মারার অপরাধে পুলিশের হাতে মার খেলে এক যুবক ।
গণধোলাইয়ের ঘটনা রাজ্যের একাধিক প্রান্তে শেষ কয়েকদিন ভীষণভাবে শোনা যাচ্ছে । বিষয়টি নিয়ে সচেতন প্রশাসনও। আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। পাশাপাশি গুজবে কান না দেওয়ার কথাও বলা হয়েছে।