নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আগাম সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর।
অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে আসার কথা শোনালো, আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী ২৯ ও ৩০ তারিখ অর্থাৎ শনি ও রবিবার দুই বঙ্গ এই বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর,বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা খুব শীঘ্রই নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরেই সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ।
হাওয়া অফিস জানিয়েছে শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে,কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
অন্যদিকে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। রবিবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।