নিমতলা ঘটে ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসে ডুবে গেল কার চাকা গাড়ি


 

নিউজ ডেস্ক -গাড়ি নিয়ে এসেছিলেন ভূতনাথ মন্দিরে পুজো দিতে। এবার গাড়ি থেকে পরিবার বেরলেও ভিতরে ছিল এক কিশোর। আর তখনই বিপত্তি। আচমকাই চারচাকা গাড়িটি চলতে শুরু করে। আর তারপরই গঙ্গায় ডুবে যায় সেটি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই কিশোর।

সূত্রের খবর, রবিবার সকালে ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিল ওই পরিবার। নিমতলা ঘাটে তাঁরা গাড়ি নিয়ে যান। জানা গিয়েছে, গাড়িটি নিউট্রাল অবস্থায় ছিল। আর গাড়ির ভিতরে সেই সময় এক কিশোর ছিল। আচমকাই গাড়িটি গঙ্গার জলে চলে যায়।

এই দিকে, ঘাটে সেই সময় ছিলেন অনেকেই। গাড়িটিকে ডুবতে দেখেই শুরু হয় হইহট্টোগোল। বিষয়টি নজরে আসে সেখানে কর্তব্যরত কলকাতা পুলিশের আধিকারিকদের। দ্রুত তাঁরা কিশোরকে গাড়ি থেকে বের করতে সক্ষম হন। অল্পের জন্য রক্ষা পায় সে। তবে জলে ততক্ষণ ডুবে গিয়েছে গাড়িটি। সেটি উদ্ধারের কাজ চলছে। এলাকায় রয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরও।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন