প্রিয়াঙ্কা দে- শিল্পতালুক হলদিয়াতে দাহ্য ইথানল ভর্তি ট্যাঙ্কার উল্টে যাওয়ায় আতঙ্ক গোটা এলাকায়। বড় বিপদ যাতে না ঘটে, তাই বন্ধ করে দেওয়া হয় এক্সাইড রোড। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ।
রাত প্রায় ১০টাআরও সময়ে‘শিল্প প্রবেশ’ স্টেশনের কাছে উল্টে যায় ট্যাঙ্কারটি।এই দিকে যে রাস্তায় ট্যাঙ্কারটি উল্টে যায়, আশেপাশে প্রচুর কারখানা অবস্থিত রয়েছে। ফলে এমন দাহ্যবোঝাই ট্যাঙ্কার উল্টে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের লোকজন।
মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ওই ট্যাঙ্কারটি উদ্ধারের চেষ্টা করা হয়েছিল । চারটি ক্রেন কাজে লাগানো হয়েছিল। বিশেষ ক্রেন গিয়ে পরিস্থিতি সামলানো হচ্ছিল। দমকল ও শিল্প সংস্থার আগুন নেভানোর ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত ছিল।
সূত্রের খবরে জানা যাচ্ছে, এই রাতে ট্যাঙ্কারটি সোজা করার কাজ করতে গিয়ে যথেষ্ট চেষ্টা করতে হয়ে পেতে ।