নিউজ ডেস্ক: ক্রমশ কঠিন হচ্ছে হজ যাত্রা। তীব্র গরমের কারণে মৃত্যু হচ্ছে পুণ্যার্থীদের ।
হজ করতে কয়েক লক্ষ মানুষ পৌঁছেছিলেন পবিত্র মক্কা মদিনায়। কিন্তু আরবের সেই দেশ কার্যত এখন মৃত্যুপুরী। কারণ ৫২ ডিগ্রির তাপমাত্রার তীব্র তাপপ্রবাহে হজে গিয়ে মৃত্যু হয়েছে প্রায় ৬৪৫ জন পূণ্যার্থীর। প্রবল গরমে মৃত্যুর পাশাপাশি পদপিষ্ট হয়ে বেশ কিছু পূণ্যার্থীর মৃত্যু হয়েছে। মৃত পুণ্যার্থীদের মধ্যে প্রায় ৩০০ জনের কাছাকাছি মানুষ এসেছিলেন মিশর থেকে । সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর এখনও পর্যন্ত অন্তত ৫৫০ জনের মৃত্যু হয়েছে ।
কূটনীতিকদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী,এই রিপোর্ট প্রকাশ করেছে এএফপি।
এ প্রসঙ্গে আরবের দুই কূটনীতিক জানান, বেশিরভাগ মৃত্যুই হয়েছে প্রবল গরমের জেরে।
এত সংখ্যক পুণ্যার্থীর মৃত্যুর কারণে সে দেশের মর্গগুলিতেও সমস্যা তৈরি হয়েছে। সে দেশের সবচেয়ে বড় মর্গ আল মুয়াইজেম। সেখানেও সারি সারি মৃতদেহের ভীড়। মৃতদেহ রাখার স্থান সংকুলান করতে নাজেহাল হচ্ছেন কতৃপক্ষ। পাশাপাশি এত দেহ রাখার কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মর্গের তাপমাত্রা। যার জেরে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে।
উল্লেখ্য , এই বছরের হজ যাত্রা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। আর তখন থেকেই সেই দেশের তাপমাত্রা তুমুল মাত্রায় বেড়েছিল।
সৌদির আবহাওয়া দফতর সূত্রে খবর, গত সোমবার মক্কার তাপমাত্রা পৌঁছেছিল প্রায় ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে । যার জেরে গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় দু’হাজারের বেশি তীর্থযাত্রী ।
এই মৃত্যুর মধ্যে ৬৮ জন ভারতীয় রয়েছে। আর মোট মৃত্যু এখনও পর্যন্ত দাঁড়িয়েছে ৬৪৫ জন। ।
প্রসঙ্গত, গত বছর ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল এখানে। যাদের মধ্যে বেশিরভাগ বাসিন্দাই ছিলেন ইন্দোনেশিয়ার।