নিউজ ডেস্ক - তাজ এক্সপ্রেসের তিনটি কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার বিকেলে দিল্লির সরিতা বিহারে ওই ট্রেনের কামরায় আগুন ধরে যায়। ট্রেনের জানালা থেকে হু হু করে বেরতে থাকে কালো ধোঁয়া। আতঙ্কে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন।
দিল্লির ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে, এদিন বিকেল ৪টে ২৪ মিনিটে আগুন লাগার খবর যায়। পরপর তিনটি কোচে আগুন লেগে যায়। আটটি দমকলের ইঞ্জিন নিয়ে যাওয়া হয় দ্রুত। সন্ধ্যার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর নেই।
এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। তিনটি কোচ থেকেই নেমে যান যাত্রীরা। কোনও যাত্রী যাতে ভিতরে না থেকে যান, তা নিশ্চিত করে পুলিশ। সূত্রের খবরে জানা গিয়েছে ডি ৩ ও ডি ৪ কোচ পুরোপুরি পুড়ে গিয়েছে, ডি ২ কোচও বেশ কিছুটা জ্বলে গিয়েছে। যাত্রীরা সবাই নিরাপদেই ছিলেন। তৎপরতার সঙ্গে যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করছে রেল।
Tags
India