নিউজ ডেস্ক : রাত পোহালে ই ভোট গণনা। আর তার আগেই ঘটে গেল সাংঘাতিক কান্ড।ঘরে ঢুকে শ্লীলতাহানি চেষ্টা। সেটিকে কেন্দ্র করে ছড়ায় আলোড়ন। অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানের বিরুদ্ধে। সেই অভিযোগের উপর ভিত্তি করে সিআরপিএফ জোয়ানকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত জোয়ানের নাম নিরঞ্জন প্রধান।রাতে ভোটের কাজ সেরে ফেরার পথে দুই তরুনীর শ্লীলতাহানি করে , ওই জওয়ান ঠিক এমনটাই অভিযোগ উঠছে । পুলিশ সূত্রের খবর, রাত ২:৩০ টে নাগাদ ভোটের কাজ সেরে বারুইপুর থেকে ফিরছিল অভিযুক্ত জওয়ান। অভিযোগ, মদ্যপ অবস্থায় বিটি রোডের পাইকপাড়া এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়ে ওই জওয়ান। তখন দুই বোন বাড়িতে ঘুমাচ্ছিলেন। ওই দুই তরুণীদের দাবি, বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করে অভিযুক্ত জওয়ান। এই ঘটনায় আইজি সিআরপিএফ (ওয়েস্ট বেঙ্গল সেক্টর) বীরেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন, "আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। একজন অফিসারকে পাঠানো হয়েছে গোটা বিষয়ে খোঁজ নিতে। এধরনের কোনও ঘটনা বাহিনী বরদাস্ত করবে না। রিপোর্টে যদি দেখা যায়, জওয়ান দোষী, তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।"
মূলত কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এর আগেও উঠেছে। লোকসভা নির্বাচন চলাকালীন মেদিনীপুরের ডেবরার তপশিলি জাতির এক মহিলার উপর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তাকে আটক করে পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিকরা।