নিউজ ডেস্ক -চড়া রোদে নাজেহাল হচ্ছিল দক্ষিণবঙ্গবাসী। এরপর কয়েকদিন হল সেই চড়া রোদ না উঠলেও মেঘলা পরিবেশ ছিল। আর তাতে আরও ভোগান্তি। ভ্যাপসা গরমে প্রাণ হাসফাঁস করছে মানুষের । কবে আসবে বর্ষার বৃষ্টি? সুখবর তেমন কিছুই আপাতত দিতে পারেনি আবহাওয়া অফিস। তবে আগামী আরও দুই থেকে তিনদিন লাগতে পারে বর্ষা ঢুকতে।
আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী ২-৩ দিনের মধ্যে বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গের কিছুটা অংশে। উত্তরবঙ্গের বাকি অংশ মালদহ,দুই দিনাজপুরেও বর্ষা আসবে আগামী ২-৩ দিনে। তবে বর্ষা এলেই অঝোরধারায় বৃষ্টি পাওয়ার আশা নেই দক্ষিণবঙ্গের। ফলে আজ আপাতত লাগামছাড়া গরম যেমন থাকবে। তেমনই রাত গুমোট থাকায় ঘুমের দফারফা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি এখনই বদলাবে না। প্রবল বৃষ্টি যেমন চলছে চলবে। তিনজেলায় জারি কমলা সতর্কতা। তবে আগামী একুশ তারিখ থেকে কিছুটা হলেও উন্নতি হবে আবহাওয়ার। প্রবল বৃষ্টি না হলেও ভারী বৃষ্টি বজায় থাকবে উত্তরবঙ্গে