নিউজ ডেস্ক - তপনের মহিলা খুনের ঘটনায় এবারে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। খুনের পর ট্রাক্টরের রোটাভেটার দিয়ে দেহাংশ টুকরো টুকরো করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান করছে পুলিশ। এরপর সেই দেহাংশ জমির নানা জায়গায় মাটিতে মিশিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। এই নিয়ে রবিবার দুপুরে বালুরঘাট পুলিশ অফিসে সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। তপন থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তরিয়ট এলাকায় মাঠ থেকে মহিলার হাড়গোড় উদ্ধার হওয়া নিয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল। এই ঘটনায় ইতিমধ্যে একজন গ্রেফতার করা হয়েছে৷ তাঁর নাম সাদ্দাম সরকার। ট্রাকর দিয়ে ওই মহিলাকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক অনুমানে জানা যাচ্ছে। ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়েছে। ১৪ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে।
এই দিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এক সাংবাদিক সম্মেলনে জানান, পুলিশ তদন্ত নেমে সাদ্দাম সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশি জেলায় সে ঘটনার কথা স্বীকার করেছে। এই দিন অভিযুক্তকে বালুরঘাট আদালতে তুলে পুলিশ ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে।
উল্লেখযোগ্য বিষয়, গত পরশু বিকেলে তপন ব্লকের তরিয়ট এলাকায় জমি থেকে এক মহিলার পায়ের দেহাংশ সহ হাড়গোড় উদ্ধার হয়। অপরদিকে, এলাকা থেকে কিছু দূরে কার্তিকপুর পশ্চিম নিমপুর এলাকার সুলেখা খাতুন নামে এক গৃহবধূ গত ১৮ তারিখে নিখোঁজ হন। পরিবারের লোকেরা জুতো দেখে ওই মহিলাকে শনাক্ত করেন। শনিবার মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তপন থানার পুলিশ তদন্তে নামে।