গোটা বাড়ি লুটপাট! গলায় বটি ধরে ভয় দেখিয়ে নাতনির সামনেই দিদিমাকে গণধর্ষণের অভিযোগ



নিউজ ডেস্ক : একের পর এক জায়গা থেকে উঠে আসছে লুটপাটের ঘটনা। দিদিমাকে ধর্ষণ নাতনির সামনে! তার পর পরই বাড়িতে লুটপাট চলায় দুষ্কৃতিরা। এই ধিক্কারজনক ঘটনাটি ঘটেছে মেমারি থানা এলাকায়। এই গণধর্ষণের অভিযোগে ২ দুষ্কৃতিকে আদালতে পেশ করা হবে রবিবার। শনিবার বর্ধমান মেডিকেল কলেজের হাসপাতালে নিযাতিত মেডিকেল টেস্ট করানো হয়। নিযাতিতা জানান ,"গভীর রাতে দুই দুষ্কৃতী বাড়িতে সশস্ত্র অবস্থায় ঢোকে। তারপরে চালায়  লুটপাট। গলায় বটি ধরে চুপ থাকতে বাধ্য করে। তার পরে চলে সেই অমানবিক নির্যাতন। গ্রামবাসীরা জানান ,পুলিশের তাড়া খেয়ে পুকুরে ঝাঁপ দেয় এক দুষ্কৃতি। তাকে উদ্ধার করেছে পুলিশ এবং গ্রেপ্তারও করে। নির্যাতিতা আরও জানান , রাতের খাবার খেয়ে একি ঘরে শুয়ে ছিলেন নাবালিকা নাতনি ও দিদিমা। রাতে দিদিমা বাথরুম যাবার জন্য বের হলে সেই সময় মুখ বাধা দুই দুষ্কৃতী ঘরে ঢুকে পড়ে এবং তারপরেই চলে এই গণধর্ষণ। পরে বাড়িতে লুটপাট চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর খবর যায় মেমারি থানায়। মেমারি থানার নেতৃত্বে পুলিশ মেমোরি স্টেশনের দিকে আসলে রেললাইন ধরে ছুটতে শুরু করে।এই জঘন্য অপরাধের দায়ে কঠোর শাস্তির দাবি করেছে নির্যাতিতার পরিবার।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন