ভোটের ফলপ্রকাশের দিন শেয়ার বাজারে পতন এখা দিলেও আজ একটু হলে বেড়েছে শেয়ারের দাম

নিউজ ডেস্ক - এক্সিট পোল যেখানে মালামাল করেছিল বিনিয়োগকারীদের, সেখানেই ভোটের ফল প্রকাশ হতেই শেয়ার বাজারে নেমেছিল অনেক বড়ো ধস। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই শেয়ার বাজারে ব্যাপক পতন হয়। মাত্র ১৫ মিনিটেই ১৪ লক্ষ কোটি টাকা খোয়ান বিনিয়োগকারীরা। 

বুধবার শেয়ার বাজার খুলতেই সেনসেক্স-নিফটির আরও পতন হবে, এমনটাই শঙ্কা ছিল বিনিয়োগকারীদের। কিন্তু এ দিন শেয়ার মার্কেট খুলতেই দেখা যায়, সেনসেক্স ও নিফটি৫০ প্রায় ২ শতাংশ করে বেড়েছে।  সেনসেক্স ১৬৫১.২৫ পয়েন্ট বেড়ে ৭৩৭৩০.৩০ সূচকে পৌঁছয়। নিফটি৫০-ও ৫০৮.৪০ পয়েন্ট বেড়ে ২২,৩৯২.৯০ সূচকে পৌঁছেছে।

এর জেরে নিফটি স্মল ও মিড ক্যাপ স্টকে লাভ হয়েছে। এফএমসিজি, অটো স্টক, ব্যাঙ্কিং ও তথ্য-প্রযুক্তি সেক্টরগুলি লাভ করেছে। নিফটি৫০-তে আজ সবথেকে লাভ করেছে হিরো মোটোকর্প, এইচইউএল, এম অ্য়ান্ড এম, টাটা কনজিউমার প্রোডাক্টস, ওএনজিসি, বিপিসিএল, টাটা স্টিল এবং এশিয়ান পেইন্টস। ক্ষতির মুখে পড়েছে এল অ্যান্ড টি, গ্রাসিম, বিপিসিএল, পাওয়ার গ্রিড, এসবিআই ও অ্যাপোলো হসপিটাল।

বাজার বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনের অপ্রত্যাশিত ফলের জন্যই সরকার গঠন না হওয়া পর্যন্ত বাজারে অস্থিরতা বজায় থাকবে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন