এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব , হল ইট বৃষ্টি


 

নিউজ ডেস্ক -শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় ছড়ালো ব্যাপক উত্তেজনা। দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা-মারপিট ঘিরে রবিবার দুপুরে তপ্ত শালিমার। প্রাথমিকভাবে স্থানীয় সূত্রের খবরে জানা যাচ্ছে, শালিমার স্টেশনের বাইরে পার্কিং জোন কোন গোষ্ঠীর দখলে থাকবে, সেই নিয়েই ঝামেলা শুরু হয় দুই পক্ষের। স্থানীয় সূত্রে খবর, দুই গোষ্ঠীর লোকজনই তৃণমূলের কর্মী-সমর্থক। দু’পক্ষের সংঘর্ষে ব্যাপক ইটবৃষ্টি এবং তার জেরে একাধিক গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। একাধিক গাড়ির উইন্ড শিল্ড ভেঙে পড়ে রয়েছে। রাস্তার ধারে দাঁড়িয়ে টোটো, বাইকও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। শুধু গাড়ি ভাঙচুরই নয়, এলাকার একাধিক বাড়ির ভিতরেও তাণ্ডবের দৃশ্য ধরা পড়েছে।

রবিবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে এলাকাবাসীদের মনে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় মানুষজনের বিক্ষোভের মুখে পড়তে হয় উর্দিধারীদের। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। নামানো হয়েছে র‌্যাফ। গোটা এলাকাজুড়ে চলছে পুলিশি টহল। শালিমার স্টেশন চত্বর ঘিরে রেখেছেন আরপিএফ কর্মীরা। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ঝামেলা-মারপিটে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শালিমার স্টেশন সংলগ্ন এলাকায়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও র‌্যাফ কোনওক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও, এলাকাবাসীদের মনে এখনও রয়ে গিয়েছে চাপা ক্ষোভ।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন