নিউজ ডেস্ক : সকাল সকাল আবারও এক মমান্তিক ঘটনা ঘটে গেল। ধীতপুর এলাকার বাসিন্দা আমিনা বেগম ও তার স্বামী শেখ আজিম একই ঘরের মধ্যে শুয়েছিলেন। আজ সকালে তার ছেলে ডাকাডাকি করার পরে কোনরকম সাড়া শব্দ না পাওয়ায় ঘরের ভিতর ঢুকে দেখে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মেঝের মধ্যে পড়ে রয়েছে তার মা। ইতিমধ্যেই ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় করতে শুরু করে তার বাড়ির চারপাশে।মুহূর্তের মধ্যে খবর দেওয়া হয় জাঙ্গিপাড়া থানায়।ঘটনাস্থলে পৌঁছায় জাঙ্গিপাড়া থানার পুলিশ। ইতিমধ্যেই ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে , কোন ধারালো অস্ত্র দিয়েই তার মাথায় আঘাতের ফলে এই মৃত্যু। এই ঘটনার পর থেকে ওই মহিলার স্বামী শেখ আজিম পলাতক, কি কারনে এই খুন তাঁর তদন্ত শুরু করেছেন পুলিশ।
Tags
Jangipara