নিউজ ডেস্ক - রাত্রিবেলা খাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন সকলে। আচমকাই চিৎকার নাবালিকার। ছুটে চলে এলেন সকলে। আর তারপরই বুঝতে বাকি রইল না কিছু। দ্রুত গতিতে ছুটলেন হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হল না। সাপের কামড়ে মৃত্যু হল দশ বছরের নাবালিকার।
জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি গ্রামের ঘটনা। সেখানে রাত্রিবেলা খাওয়া সেরে বিছানায় উঠে ঠাকুমা ও দিদির সঙ্গে ঘুমিয়ে পড়েছিল দীপশিখা অধিকারী। মধ্যরাতে তার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় সকলের। বাড়ির প্রত্যেকে দেখতে পায় বিছনায় একটি গোখরো সাপ। পরে লাইট জ্বালতেই সে ঢুকে যায় ঘরের ভিতরের গর্তে।
দ্রুত নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠিয়েছে। অপরদিকে আজ সকালে ওই সাপটিকে গর্ত থেকে উদ্ধার করে উপযুক্ত পরিবেশে ছেড়ে দিয়েছে পরিবেশ কর্মীরা। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
Tags
WEST BENGAL