ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরৈলিতে। একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় আসার অভিযোগ উঠেছে। শিক্ষা দফতরের কাছে অভিযোগ যেতেই ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
স্কুলের বাকি শিক্ষকদের অভিযোগ, প্রধান শিক্ষক প্রতিদিনই মদ্যপ অবস্থায় আসেন। নেশাগ্রস্ত অবস্থাতেই তিনি শিশুদের পড়ান। এর আগেও বেশ কয়েকবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল এবং তাঁকে সতর্কও করা হয়েছিল। কিন্তু এরপরও অভ্যাস বদলাননি ওই প্রধান শিক্ষক। প্রমোদ কুমার সিং নামক ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্কুলে মিড ডে মিল না দেওয়ার অভিযোগও রয়েছে।
মঙ্গলবারও প্রধান শিক্ষক মদ্যপান করে স্কুলে আসেন। স্কুলের মধ্যেই তিনি নাচানাচি শুরু করেন। বাকি শিক্ষকরা আটকাতে গেলে তিনি অশান্তি শুরু করেন। এরপরই গ্রামবাসীরা স্কুলে পৌঁছন। তারা স্কুলের বাকি শিক্ষকদের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাতে বলেন।
গ্রামবাসীদের অভিযোগ, অধিকাংশ দিন স্কুলে আসেন না প্রধান শিক্ষক। যে কয়েকদিন আসেন, সেদিনও সম্পূর্ণ মত্ত অবস্থায় আসেন। এতে শিক্ষার পরিবেশ খারাপ হচ্ছে।
যদিও প্রধান শিক্ষক প্রমোদ কুমার সিংয়ের দাবি, সব অভিযোগ ভিত্তিহীন। তিনি কখনও মাতাল হয়ে স্কুলে যাননি। তিনি নির্দিষ্ট সময়ে স্কুলে যান এবং যথাসময়ে ডিউটি থেকে ফিরে আসেন। তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হয়েছে।