নিউজ ডেস্ক - দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল গড়িয়ায় পৌরপিতার কার্যালয়ে । ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন। বেশ কয়েকজন মহিলাকেও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। আপাতত পার্টি অফিসে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ।
রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথের কার্যালয় রয়েছে গড়িয়া ষ্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে। পুরপিতার সঙ্গে দেখা করার জন্য এই অফিসে রোজই এলাকার বহু বাসিন্দা আসেন। নানা প্রকার সার্টিফিকেট নিতে আসেন অনেকেই। এইদিনও পুরুষ ও মহিলা মিলিয়ে অনেকেই এসেছিলেন। অভিযোগ, আচমকা কিছু লোকজন এসে বাঁশ লাঠি নিয়ে হামলা চালাতে শুরু করে। পার্টি অফিসের চেয়ার টেবিলও ভেঙে দেওয়া হয়েছে। সূত্রের খবরে জানা যাচ্ছে, ঘটনার সময় কাউন্সিলর অফিসে ছিলেন না । ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপ। কিন্তু, এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করছে পুলিশ। পুরানো শত্রুতার জেরেই এই হামলা বলে মনে করা হচ্ছে। ঘটনায় আহত হয়েছেন বাপি হাজরা, প্রতাপ মিশ্র, বাপ্পা ও রাজকুমার নামে চারজন। অন্যদিকে মারধরের পিছনে অমিত হালদার, সিরাজ, আতাবুল, মিলন বলে চারজনের নাম উঠে আসছে।