পার্কস্ট্রীটের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকান্ড; ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন আতঙ্ক এলাকা জুড়ে

 

 নিউজ ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কাজের দিনেই শহর কলকাতায় অগ্নিকাণ্ড। পার্কস্ট্রিট চত্বরের একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে বলে খবর। ঘটনাস্থলে দমকলের ৯ টি ইঞ্জিন। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক।


জানা গিয়েছে,  ক্যামাক স্ট্রিট এলাকার অ্যালেন পার্কের উল্টো দিকের একটি বিল্ডিং থেকে মঙ্গলবার বেলায় হঠাৎই গলগল করে ধোঁয়া বেরতে দেখা যায়। পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনেন এলাকায় উপস্থিত মানুষজন। এরপরই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের নটি ইঞ্জিন। পাশাপাশি ঘটনাস্থলে এসে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। 

ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করেন দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভিতরে থাকা লোকজনকে তড়িঘড়ি বার করে আনা হয়। বের করে আনা হয় একের পর এক গ্যাস সিলিন্ডার।

তবে ঘিঞ্জি এলাকা হওয়ার জন্য কাজ করতে কিছুটা বেগ পেতে হয় দমকল বাহিনীকে। তবে পরে বিভিন্ন দিক দিয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা। এবং জল ও ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

জানা গিয়েছে, রেস্তোরাঁর ভেতরে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। সেগুলিকে একে বের করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে দমকল বাহিনীর। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।




Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন