নিউজ ডেস্ক: রবিবার মন্ত্রী পদের শপথ গ্রহণ করার পরেই সোমেই নিজের নিজের দফতর ।পেয়ে গেলেন মন্ত্রীরা। অন্যান্য প্রদেশের মন্ত্রীদের সঙ্গে রবিবার এই প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বনগাঁ থেকে জয়ী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং বালুরঘাট থেকে জয়ী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সোমবার এই দুজনের ক্ষেত্রেও মন্ত্রী পদ বন্টন করে দেওয়া হয়।জাহাজ প্রতিমন্ত্রী পদে নাম ঘোষণা করা হয় বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের। অন্যদিকে শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদারকে।
উল্লেখ্য, ২০১৯ সালে বনগাঁ থেকে ভোটে জেতার কয়েক বছরের মধ্যেই মন্ত্রীত্ব পান শান্তনু। আর সেই সময়ও জাহাজ প্রতিমন্ত্রীই করা হয়েছিল তাঁকে। সে ক্ষেত্রে নিজের চেনা ময়দানেই ফের একবার কাজের সুযোগ দেওয়া হয়েছে শান্তনু ঠাকুরকে।
প্রসঙ্গত ২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্যের ক্ষেত্রে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির। এক লহমায় কমেছে বহু আসন। বহু হেভিওয়েট প্রার্থী হারের মুখ দেখেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক থেকে শুরু করে দিলীপ ঘোষ বা লকেট চট্টোপাধ্যায় রয়েছেন হারের তালিকায়। সেদিক থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেও নিজেদের আসন ধরে রাখতে পেরেছেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। আর নিজেদের আসন বাঁচিয়ে রাখার পুরস্কার স্বরূপই এই মন্ত্রিত্ব বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এবারেও পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেল না বাংলা। সুকান্ত শান্তনু , বাংলার দুইজনই পেলেন প্রতিমন্ত্রীর দায়িত্ব