ভারত-পাক ম্যাচের ফের চোট পেলেন রোহিত, পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন তো ভারতের অধিনায়ক

নিউজ ডেস্ক - টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে চোটের কালো ছায়া ভারতীয় শিবিরে। চোটের কবলে পড়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আইরিশদের বিরুদ্ধে বড় জয় দিয়ে এ বারের টি-২০ বিশ্বকাপ যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। কিন্তু ওই ম্যাচে চোট পেয়েছিলেন ভারতের ক্যাপ্টেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের ওপেনিং ম্যাচে রোহিতের বাইসেপে আঘাত লেগেছিল। হাফসেঞ্চুরি করার পর আর ঝুঁকি না নিয়ে রিটায়ার্ড হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এ বার ভারত-পাক ম্যাচের আগে ফের চোট পেলেন রোহিত।

পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পেয়েছেন রোহিত শর্মা। নেটে ব্যাটিং অনুশীলনের সময় বুড়ো আঙুলে চোট লেগেছে রোহিতের। যার ফলে তিনি নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করাও বন্ধ করে দেন। নিউ ইয়র্কে টিম ইন্ডিয়ার অনুশীলনের সময় ভারতের এক থ্রো ডাউন স্পেশালিস্টের বল রোহিতের হাতে গিয়ে লাগে। এরপর টিমের ফিজিয়ো এসে তাঁকে দেখেন।

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন তো ?

নেটে অনুশীলনের সময় বুড়ো আঙুলে চোট লাগলেও, বেশ কিছুক্ষণ পর ফের ব্যাটিং অনুশীলন করেন রোহিত। ফলে তাঁর চোট হয়তো খুব গুরুতর নয়। যদিও তিনি রবিবারের মেগা ম্যাচে খেলবেন কিনা, তা এখনও জানা যায়নি। পাশাপাশি বিসিসিআইয়ের পক্ষ থেকে রোহিতের চোট নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। এটাই স্বস্তি দিচ্ছে ভারতীয় ক্রিকেট টিম ও রোহিতের অনুরাগীদের।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন