প্রিয়াঙ্কা দে - টাকা না দেওয়ায় একটি গাড়ির পিছু নিয়েছিল কলকাতা পুলিশের উত্তর কাশিপুর থানার পুলিশের। পুলিশের থেকে বাঁচতে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালাচ্ছিলেন চালক। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি । ঘটনায় গুরুতর আহত হন গাড়ির ভিতরে থাকা এক ব্যবসায়ী। যদিও উত্তর কাশিপুর থানার পুলিশ সূত্রে খবরে জানা যাচ্ছে এমন কোনও ঘটনাই ঘটেনি। পুলিশের গাড়ি দেখে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল ওই পিকআপ ভ্যানটি। সেই কারণেই পুলিশ পিছু নেয় ভ্যানটির।
ঘটনাটি ঘটেছে ভাঙড়ে। সূত্রের খবর , কাঁঠালদিয়া এলাকায় ভোর রাতে টহল দিচ্ছিলেন কাশিপুর থানার পুলিশ কর্মীরা। সেই সময় একটি কাঁঠাল বোঝাই গাড়ি আসছিল মুর্শিদাবাদ থেকে। গাড়িটিকে দাঁড় করান কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। চালকের অভিযোগ যে, তাঁর কাছে একশো টাকা দাবি করেন তাঁরা। কিন্তু ওই গাড়ির চালক কুড়ি টাকা দিতে চান। কিন্তু সেটি নিতে রাজি হননি আধিকারিকরা।
এরপরই গাড়ির চালক পালিয়ে আসছিলেন সেখান থেকে। আর সেই গাড়ির পিছনেই ধাওয়া করে উত্তর কাশিপুর থানার একটি গাড়ি বলে অভিযোগ। উত্তর কাশিপুর থানার বর্ডার পেরিয়ে ভাঙড় থানার মধ্যে পৌঁছায় । কিন্তু দ্রুত গতিতে থাকায় বাগানাইটের কাছে গাড়িটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজরে ধাক্কা মারে। তারপরই পালিয়ে যায় ওই পুলিশের গাড়িটি বলে অভিযোগ। তখনই গাড়ির ভিতরে থাকা এক ব্যক্তি আহত হন।
গাড়ির চালক তরুণ রুইদাস বলেন, “পুলিশ ভ্যান আমায় তাড়া করছিল। এখানে এসছি একটা গাড়ি দাঁড়িয়েছিল। এবার পুলিশ ভ্যানটা বাঁদিকে ঢুকে দুটো গাড়ি মিডিলে আমায় চেপে দিয়ে পালিয়ে গিয়েছে। ওরা পয়সা নেওয়ার জন্য এইসব করে। কুড়ি টাকা দিতে চেয়েছিলাম। নেয়নি। আমি চলে এসেছি।”