প্রিয়াঙ্কা দে : কলকাতায় ঘটলো ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। গতকাল , মঙ্গলবার দুপুরে হঠাৎ করে বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন ধরে যায়। প্রাথমিক সূত্রে খবর, তিন তলার একটি ঘরে আগুন লেগেছে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। সময়ের সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন সংখ্যাও বাড়ছে। ঘটনাস্থলে ১০ টি দমকল ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। এইদিন দুপুর সাড়ে চারটে নাগাদ হঠাৎ মেহতা বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনাটি ঘটে। বিল্ডিং থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা যায়। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় শেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখনও পর্যন্ত এই অঘটনে কোনও হতাহতের খবর মেলেনি। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনা এখনও স্মৃতি। আর তার মধ্যেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা বাগরি মার্কেটের উল্টো দিকে অবস্থিত মেহতা বিল্ডিংয়ে। পাঁচ তলা এই মেহতা বিল্ডিংয়ের চার তলায় একটি রাসায়নিক সামগ্রী থাকা গোডাউনে আচমকায় আগুন লেগে যায়। ব্যবসায়ীদের অভিযোগ, এসি মেশিন থেকে আগুন লেগে থাকতে পারে। তবে মেহতা বিল্ডিংয়ে যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা রয়েছে, তা উপযুক্তভাবে কাজ করেনি বলেই ব্যবসায়ীদের অভিযোগ। এমনকি স্বয়ংক্রিয় স্প্রিংঙ্কার থেকেও কোনও অ্যালার্ম বাজেনি বলে অভিযোগ ব্যবসায়ীদের।