বন্ধুদের সঙ্গে আনন্দ করে নদীতে নেমেছিল স্নান করতে মুহূর্তেই মর্মান্তিক পরিণতি রানীগঞ্জের যুবকের

 নিউজ ডেস্ক: দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। মঙ্গলবার দুপুরেই এই মর্মান্তিক এই ঘটনা ঘটে। 


জানা গেছে প্রায় ছয় সাত জনের একটি দল স্নান করতে নেমেছিল দামোদরে। প্রত্যেকেই হইচই করে আনন্দে মেতেছিল। তবে এক মুহুর্তেই আনন্দ বদলে গেল বিষাদে। বন্ধুদের সঙ্গে জলে নেমে তলিয়ে গেল যুবক।

নিখোঁজ যুবকের নাম শেখ ফাইয়াজ।বয়স ২২।  রানীগঞ্জ গির্জা পাড়ার বাসিন্দা শেখ ফাইয়াজ।

জানা যায়, ছয় সাতজন বন্ধুর সঙ্গেই স্নান করছিল ফাইয়াজ। আচমকাই ঘটে বিপত্তি। তলিয়ে যেতে শুরু করে ওই যুবক। তার সঙ্গে থাকা বন্ধুরা হতচকিত হয়ে পড়ে। তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর যায় বল্লভপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশের তৎপরতায় স্থানীয় উদ্ধারকারী দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে। 

পুলিশ সূত্রে খবর,নদীর যে জায়গায় যুবক স্নান করতে নেমেছিল সেখানে অতিরিক্ত গভীরতার কারণেই এই ঘটনা ঘটে।বর্তমানে ওই যুবকের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে। ডাকা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকেও।

মৃতের ভাইয়ের জানিয়েছে,“আমরা অনেকেই ছিলাম। সবাই মিলে স্নান করছিলাম। একটা ছেলে ডুবে যাচ্ছিল। আমি শুধু দেখলাম ওকে বাঁচাতে গিয়েছিল ফাইয়াজ। তারপরই ডুবে যায়।”

 উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই হুগলির উত্তরপাড়া এলাকায় গঙ্গায় স্নান করতে নেমে পরপর দুবার তলিয়ে যায় দুই যুবক। আর এবার দামোদরের স্নান করতে নেমে তলিয়ে গেল আরো এক যুবক।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন