নিউজ ডেস্ক -বাসের গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল। কিন্তু আচমকাই টাল খেতে থাকে বাস। ডানদিক বামদিক হেলতে হেলতে এগোতে থাকে বাস। যাত্রীরা তখনও বোঝেননি।আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাস সোজা ঢুকে গেল দোকানে। আর তারপরই স্টিয়ারিংয়ের ওপর মাথা হেলিয়ে ঝুঁকে পড়েন চালক। রামনগর বাজারে বাস ড্রাইভার অসুস্থ হয়ে পড়ার পর বাস গিয়ে ঢুকে গেল দোকানের মধ্যে। পূর্ব মেদিনীপুরের রামনগর বাসস্ট্যান্ড সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।
রামনগর দীঘা বাসস্ট্যান্ডে দীঘা মেদিনীপুর FC চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রামনগর বাসস্ট্যান্ডে। মেদিনীপুর থেকে বাসটি দীঘার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। রামনগর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর দীঘার দিকে যাওয়ার সময় রামনগর স্ট্যান্ডের মিষ্টি দোকানের পাশেই হঠাৎ করেই টার্নিং নিয়ে ঢুকে পড়ে দোকানের মধ্যে।
স্থানীয় সূত্রে খবর, বাসের চালক হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তার ফলেই এমন বিপত্তি। যদিও এই ঘটনায় কোন যাত্রী আহত হননি। ফুটপাতের পাশে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হলেও মানুষজনের কোন আঘাত লাগেনি। বাসের যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। তীব্র গরমে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে বলে খবর। এই ঘটনাই রীতিমতো যানজট সৃষ্টি হয় রামনগর বাসস্ট্যান্ডে।
রামনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যানজট মুক্ত করে রামনগর বাস স্ট্যান্ডকে। সন্ধ্যায় রামনগরে অনেকটাই ভিড় ছিল। যদিও এই ঘটনায় কোনও দুর্ঘটনা ঘটেনি বা কেউ আহত হয়নি। তবুও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রামনগর স্ট্যান্ডে এগরা দিক থেকে আসা মেদিনীপুর দীঘা বাসটি প্রথমে দাঁড়িয়ে থাকা দুটি বাইকে ধাক্কা মারে পরে আস্তে আস্তে ডান দিকে বাঁক নিয়ে ফলের দোকানে ঢুকে যায়। কয়েকটি দোকানের জিনিসপত্র ক্ষতি হয়েছে। রামনগর থানার পুলিশ এসে বাসটিকে থানায় নিয়ে যায়।