নিউজ ডেস্ক - শুক্র থেকে রবি পর্যন্ত শিয়ালদহ স্টেশনের পাঁচটি প্লাটফর্ম বন্ধ থাকবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য। ফলে ইতিমধ্যে বাতিল হয়েছে প্রচুর ট্রেন। অনেকগুলি ট্রেন আবার শিয়ালদহের বদলে দমদম জংশন ও দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলাচল করবে এই তিনদিন। শুক্রবার সকাল থেকেই চরম ভোগান্তির মুখে পড়েছেন রেল যাত্রীরা। তাঁদের কথা মাথায় রেখে এবার বিশেষ পদক্ষেপ করল রাজ্য পরিবহণ দফতর। শুক্র থেকে রবি ডাব্লিউবিটিসি-র তরফে বিশেষ শাটল পরিষেবা চালানো হবে।
ব্যারাকপুর স্টেশন থেকে ডানলপ পর্যন্ত তিনটি বাস চালানো হবে। এই বাসগুলি ব্যারাকপুর স্টেশন থেকে ছেড়ে টিটাগড়, খড়দহ, পানিহাটি ও রথতলা হয়ে ডানলপে পৌঁছাবে। অপর একটি রুট হল দমদম সেন্ট্রাল জেল থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত। এই রুটে চালানো হবে চারটি বাস। বাসগুলি দমদম সেন্ট্রাল জেল থেকে ছেড়ে নাগেরবাজার, শ্যামনগর, লেকটাউন, পাতিপুকুর হয়ে বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত যাবে। ব্যারাকপুর ও দমদম সেন্ট্রাল জেল দু’টি পয়েন্টেই সকাল ৬টা থেকে শাটল বাস পাওয়া যাবে।
উল্লেখযোগ্য বিষয়, শহর কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র হল শিয়ালদহ স্টেশন। সদাব্যস্ত একটি স্টেশন। আপ ডাউন মিলিয়ে রোজ ৮৯৪টি ট্রেন চলাচল করে শিয়ালদহ স্টেশন হয়ে। কিন্তু আজ থেকে রবিবার পর্যন্ত ৮০৬টি ট্রেনই চলবে শিয়ালদহ থেকে। বাতিল রাখা হয়েছে ৮৮টি ট্রেন। বাকি যেগুলি চলবে, সেগুলির মধ্যেও ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষেপিত করা হয়েছে। শিয়ালদহের বদলে কোনওটি দমদম জংশন, তো আবার কোনওটি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। জানা যাচ্ছে, যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে শিয়ালদহের ডিআরএম রাজ্যের পরিবহণ দফতরকে অনুরোধ করেছিলেন, যাতে অতিরিক্ত বাস পরিষেবা দেওয়া হয় বিভিন্ন পয়েন্ট থেকে। সেই মতো যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই তিনদিন বিশেষ শাটল পরিষেবা চালানো হবে।