ভোট মিটতে না মিটতেই বেআইনি জমি দখলের নোটিশ পেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠান



নিউজ ডেস্ক : সদ্য সদ্য গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব মিটেছে। তারই মধ্যে বচসা শুরু হয়েছে একটি জমি দখল করার অভিযোগ নিয়ে  সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠানকে ঘিরে। ৬ই জুন ভিএমসির স্থায়ী কমিটির চেয়ারম্যান শীতল মিশ্র বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে এ বিষয়ে জানান। মূলত এই বিষয়টি সামনে তুলে ধরেন ভিএনসির প্রাক্তন বিজেপি কাউন্সিলর বিজয় পাওয়ার।



পওয়ার সাংবাদিকদের বলেন, ‘ইউসুফ পাঠানের প্রতি আমার কোনও অভিযোগ নেই। টিপি ২২ এর অন্তর্গত তনদালজা এলাকায় একটি প্লট রয়েছে যা ভিএমসি'র মালিকানাধীন। ২০১২ সালে পাঠান এই প্লটটি ভিএমসি'র কাছ থেকে প্লটটি চেয়েছিলেন। সেই সময় তাঁর বাড়ি তৈরি হচ্ছিল। বাড়ির ঠিক পাশেই ওই প্লটটি ছিল। তিনি প্রতি বর্গমিটারের জন্য ৫৭,০০০ টাকা দিতে চেয়েছিলেন।’পওয়ার আরও বলেন, ‘প্রস্তাবটি খারিজ হওয়ার পরও ভিএমসি প্লটের চারপাশে কোনও বেড়া দেয়নি। তারপর আমি জানতে পারলাম যে পাঠান কম্পাউন্ড ওয়াল নির্মাণ করে জমিটি দখল করেছেন। তাই আমি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বিষয়টি তদন্ত করতে বলেছি।"শীতল মিশ্র অভিযোগের ধারাবাহিকতা নিশ্চিত করে বলেন, ‘সম্প্রতি আমরা জানতে পেরেছি যে তিনি একটি কম্পাউন্ড ওয়াল নির্মাণ করেছেন। তাই ৬ জুন, আমরা ইউসুফ পাঠানকে একটি নোটিশ পাঠিয়েছি এবং তাঁকে সমস্ত দখল সরিয়ে নিতে বলেছি। আমরা কয়েক সপ্তাহ অপেক্ষা করব এবং তারপর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব। এই জমিটি ভিএমসি'র এবং আমরা এটি পুনরুদ্ধার করব।’

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন