জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন হুগলির পান্ডুয়ায়

 নিজস্ব সংবাদদাতা : হুগলিতে পালিত হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে মাদক ব্যবহার সম্পর্কে সতর্ক করতে পদযাত্রা করলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিকরা।


আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে হুগলির পান্ডুয়া থানার উদ্যোগে রাধারানী গার্লস স্কুলের ছাত্রীদেরকে নিয়ে  জেলা গ্রামীণ পুলিশের তত্ত্বাবধানে বুধবার সকালে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী প্রচার অভিযান। এই প্রচার অভিযানের মূল উদ্দেশ্য ছিল " জীবন একটি সুন্দর যাত্রা, মাদকের সাথে এটিকে নষ্ট করবেন না।" জীবনের সৌন্দর্য এবং মাদকের অপব্যবহার থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপর জোর  দিন"। 


এদিন মাদক বিরোধী প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলার গ্রামীণ পুলিশের ডি এস পি ক্রাইম, সি আই মগড়া,  পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারীক সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা।  উপস্থিত ছিলেন পান্ডুয়া জয়েন্ট ভিডিও সাহেব,  বি এম ও এইজ সাহেব। এই মাদকের অতিরিক্ত ব্যবহার থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে এদিনের পদযাত্রা  বিভিন্ন ধরনের মাদক ব্যবহার বিরোধী ব্যানার ও বিভিন্ন সংগীত ও জাতীয় সংগীত গাইতে গাইতে পান্ডুয়া থানার অন্তর্গত বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন