ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে এলাকায় বেশ শোরগোল পড়ে যায়। আতঙ্কের বাতাবরণ তৈরি হয় এলাকাবাসীদের মনে। জানা যাচ্ছে, আজ দুপুর তিনটে নাগাদ চালের গোডাউনের পাশে বোমাগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত হয়ে দ্রুত তাঁরা যোগাযোগ করেন জগৎবল্লভপুর থানায়। বোমা পড়ে থাকার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান পুলিশকর্মীরা। চালের গোডাউনের পাশ থেকে সকেট বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
কে বা কারা এই বোমাগুলি ফেলে রেখেছিল চালের গোডাউনের পাশে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। এই বোমাগুলি কোথা থেকে এল, কারা মজুত করে রেখেছিল, তদন্ত নেমে সম্ভব্য সব দিক খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।
উল্লেখযোগ্য বিষয়, বাংলায় নির্বাচন পরবর্তী গোলমালে পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য ভোটের পরও এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যদিও এই বোমা উদ্ধারের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি।