নিউজ ডেস্ক: তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে ফিরতে চাইছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি চান কংগ্রেসের উচ্চ নেতৃত্ব তাকে সুযোগ দিলে কংগ্রেসের হয়ে নতুন করে কাজ শুরু করতে।
উল্লেখ্য বছর তিন আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন প্রণব পুত্র। তবে তাকে সক্রিয় রাজনীতিতে খুব একটা দেখা যায়নি। ২০২৪ লোকসভা নির্বাচনে অধীর গড়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হেরে যাওয়ার পরেই ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে চাইছেন অভিজিৎ।
কংগ্রেস সূত্রে খবর, দিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন তিনি। এই প্রসঙ্গে অভিজিৎ বলেন, "কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কাজের পদ্ধতির কোনও মিলই নেই। যথেষ্ট হয়েছে। কংগ্রেস হাই কমান্ডের কাছে সময় চেয়েছি। তারা যদি এখনই আমাকে দলে যোগ দিতে বলে, আমি তৈরি আছি। কংগ্রেস আমাকে গ্রহণ করলে আবার তাদের হয়ে কাজ করতে চাই।"