নিউজ ডেস্ক - বর্ষা আগে উত্তরবঙ্গে প্রবেশ করার জেরে ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে। একদিকে যখন দক্ষিণবঙ্গের মাটিতে খরা পড়ছে অন্যদিকে উত্তরবঙ্গে অব্যাহত দুর্যোগ। আবহাওয়া অফিস সূত্রের খবর, এখনই পরিস্থিতি ঠিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। আরও ৫ দিন প্রবল বৃষ্টি চলবে উত্তরের জেলায়।
সূত্রের খবর, উত্তরের ৩ জেলা অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে জারি লাল সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত জারি হয়েছে সতর্কবার্তা। একাধিক জায়গায় দিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, ৫ দিন কমলা সতর্কতা দার্জিলিং,কালিম্পং,সিকিমে জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে। নদীর জলস্তর আরও বাড়লে নিচু এলাকায় প্লাবনের আতঙ্ক রয়েছে।
উল্লেখযোগ্য বিষয়, এ দিকে, গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ৩৭.১ মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। অন্যদিকে, বৃষ্টি কার্যত ডাবল সেঞ্চুরি হয়েছে হাসিমারা ২৫৪. ১ মিলিমিটার, বারোবিশা ২৩১.৬ মিলিমিটার,আলিপুরদুয়ারে ২৩০.২ মিলিমিটার, চেপানে ২১১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।