নিউজ ডেস্ক : পথকুকুরদের উপর অত্যাচার! এই নিয়ে অভিযোগ প্রায়শই শোনা যায়। বারংবার সর্তকতা সত্ত্বেও কোনো ফল মেলে নি।আবারো একটি নৃশংস ঘটনা ঘটে গেল আজকে দুপুরে সিঙ্গুর মাছের বাজারের সামনে। আচমকাই একটা গাড়ি বেপরোয়া ভাবে ফুটফুটে ৩টে কুকুরের বাচ্চাকে চাপা দিয়ে চলে যায় । বিন্দুমাএ অনুসূচনা তাদের মধ্যে কাজ করে নি। তারা চাপা দিয়ে আর দাঁড়ায় নি। এই গোটা মমান্তিক ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে । স্থানীয়রা CCTV ক্যামেরায় গাড়ির নম্বর দেখে চিহ্নিত করে তৎক্ষনাৎ ঐ গাড়ির মালিকের কাছে যায়। কিন্তু উনারা যে এত বড় একটা ভুল করে ফেলেছেন তাতে তাদের কোনো আক্ষেপ বা আফসোস কোনোটাই নেই। উল্টে বিষয়টি আপোষ করে মিটিয়ে নেওয়ার কথা বলেন।
অ্যানিম্যাল লাভার্স, সিঙ্গুরের পশুপ্রেমী সংগঠনের তরফ থেকে সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ করা হয় এবং থানা থেকে জানানো হয়েছে পদক্ষেপ নেওয়া হবে। অ্যানিম্যাল লাভার্স, সিঙ্গুর পশুপ্রেমী সংগঠনের তরফের দাবি ," আমরা চাই এর একটা কড়া শাস্তি হোক যাতে কোন মানুষ পরবর্তীকালে এরকম করার সাহস না পায় আর এরকম ঘটনা যাতে না ঘটাতে পারে! খুব সাবধানে গাড়ি চালার আহ্বান করেন"।